
মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে এনসিপি। সেইসাথে, সবার মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা থাকা উচিৎ বলেও মনে করেন তিনি।
এ সময়, নির্দিষ্ট কোন মার্কা না দেখে ভালো মানুষকে ভোট দেয়ার আহ্বান জানান সারজিস আলম। পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।